শনিবার, ১৭ জুন, ২০১৭ ০০:০০ টা

প্রিয়জনের জন্য ঈদ উপহার

প্রিয়জনের জন্য ঈদ উপহার

ঈদ উপহার! এই শব্দটার সঙ্গেই জড়িয়ে আছে আবেগ, অনুভূতি আর ভালোবাসার অনেক অনেক ভালোলাগা স্মৃতি। প্রিয় মানুষদের কাছ থেকে কোনো বিশেষ দিনে কিছু একটা উপহার পেতে যেমন খুবই ভালো লাগে তেমনি প্রিয়জনকে উপহার দিতেও খুবই ভালো লাগে। প্রিয়জনের মুখে হাসির দাম যে অনেক বেশি। এ থেকে বড় পাওয়া আর কিছুই নেই। নতুন সম্পর্ক হোক বা পুরনো সম্পর্ক নতুন করে গড়ে তুলতেই হোক সব ক্ষেত্রেই উপহারের কোনো বিকল্প হয় না। ঈদে কার জন্য কী উপহার দেবেন এসব মাথায় রেখেই আপনার কাছের মানুষদের জন্য বেছে নিন মনের মতো উপহার। ঈদে ঈদকার্ড দেওয়ার পাশাপাশি কিনে ফেলতে পারেন কার্ড, চকলেট, সুগন্ধি, নানা রকম শোপিস, বই ইত্যাদি। মেয়েদের জন্য কানের দুল, খোঁপার কাঁটা, জুয়েলারি বক্স আবার  ছেলেদের জন্য শেভিং কিট, বডি স্প্রেও কিনে দিতে পারেন। ভালোবাসার অনুভূতির চেয়ে বড় আর কিছু নেই। সেই সঙ্গে ভালোবাসার প্রকাশটাও থাকা চাই চমৎকারভাবে। যেমন ঈদের মতো বিশেষ দিনে প্রিয়জনকে একটি উপহার, শুভেচ্ছা কার্ড আর ফুল দিয়ে নতুন করে যদি একবার বলি ‘তোমায় বড় ভালোবাসি’ তবে মন্দ হয় না। ভালোবাসার মানুষ হতে পারে বিশেষ একজন বা পরিবারের সদস্যরা অথবা বন্ধুরা। প্রিয় মা-বাবার হাতে তুলে দিন তাদেরই প্রয়োজনীয় কোনো জিনিস। উপহার দিতে পারেন চশমা, ঘড়ি, কিংবা মেডিসিন বক্স বেডকভার, কুশন বা একটি ইজি চেয়ার। বাবার যদি দাবা খেলার শখ থাকে, কিনে ফেলতে পারেন একটি দাবার কোর্ট কিংবা মায়ের জন্য রান্নার বই। এ ছাড়াও শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া উপহারের তালিকায় রয়েছেই। উপহারটি যেন অবশ্যই রুচিসম্মত হয় এটাই সব থেকে জরুরি। আত্মীয়স্বজন ও ভাইবোনের জন্যেও উপহার দেওয়ার ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্ব, রুচির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি ও শার্ট দেওয়া যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে শাড়ি, থ্রিপিস দিতে পারেন। উপহার দেওয়ার সময় প্যাকিংটা অনেক সময় একঘরে হয়ে যায়। তাই নতুন কায়দায় গিফট প্যাকিং করে সবাইকে খুশি করে দিতে পারেন। হ্যান্ডমেড পেপার ব্যবহার করে নিজেই বানিয়ে ফেলুন গিফট র‌্যাপার। এতে করে আপনার উপহারটি পেয়ে যাবে একটা পার্সোনাল টাচ। জুয়েলারি, কসমেটিক্স বা আকারে ছোট্ট কোনো জিনিস গিফট করার সময় প্যাকেটে না দিয়ে যে কোনো বাহারি কাচ বসানো বটুয়ায় দিতে পারেন। দেখতে খুবই ভালো লাগবে। নিজে হাতে উপহার দেওয়ার চেষ্টা করুন সবসময়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর