শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বই পরিচিতি

আদিবাসী সমাজে নারীর অবস্থান

জাহান আরা রউফ

আদিবাসী সমাজে নারীর অবস্থান

বাংলাদেশের বিভিন্ন স্থানে ৪৭টিরও বেশি আদিবাসী সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে। বহু ক্ষুদ্র আদিবাসী সম্প্রদায়ের বিলুপ্তি ঘটেছে। অরণ্যবাসী আদিবাসী সমাজ সাধারণত প্রকৃতিপূজারি। জড়বাদী আদিবাসীরা যেন প্রকৃতিরই সন্তান। ওরা যেন প্রকৃতির মাঝে বিলীন হয়ে থাকতেই বেশি ভালোবাসে। আদিবাসী মানুষের পারিবারিক, সামাজিক, ধর্মীয় চিন্তা-চেতনা এবং জীবনভাবনা প্রকৃতিকে ঘিরেই আবর্তিত হয়। তবে, বর্তমানে আধুনিক শিক্ষা গ্রহণের ফলে এবং এদেশের মূল ধারার মানুষের সঙ্গে সহাবস্থানের ফলে আদিবাসী সম্প্রদায়গুলোর অনেকেরই চিন্তা-চেতনা এবং জীবনধারণ প্রক্রিয়ায় বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। এখন আর ওরা পূর্বের ন্যায় তেমন প্রকৃতিনির্ভর হয়ে বেঁচে থাকতে চায় না। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ওরা এখন সভ্যতার আলোকে জীবনযাপন করতে চায়। বর্তমান গ্রন্থের লেখক জাহান আরা রউফ ’৬০-এর দশক থেকে লেখালেখির সঙ্গে যুক্ত। বাংলাদেশের আদিবাসীদের জীবন ও সংস্কৃতি নিয়ে তিনি প্রায় দুই দশক ধরে কাজ করছেন। ইতিপূর্বে প্রকাশিত তার ‘বাংলাদেশে আদিবাসী’ শীর্ষক বইটি বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন বেস্ট রাইটার্স অ্যাওয়ার্ড লাভ করে। ‘আদিবাসী সমাজে নারীর অবস্থান’ বইটি ১২টি অধ্যায়ে বিন্যাস করা হয়েছে। এখানে গারো, হাজং, ত্রিপুরা, সাঁওতাল, বম, চাকমা, মণিপুরী, মুরং, খাসিয়া ও মারমা সমাজের নারীদের কথা তুলে ধরা হয়েছে। পিতৃ ও মাতৃতান্ত্রিক সমাজে আদিবাসী নারীদের সংগ্রামের কথা বিস্তৃতভাবে উঠে এসেছে বর্তমান গ্রন্থে।

 

সূত্র : আদিবাসী সমাজে নারীর অবস্থান, জাহান আরা রউফ। প্রকাশক : সন্তু সাহা, হোপ মাল্টিমিডিয়া, লালমাটিয়া, ঢাকা। প্রচ্ছদ : কনক চাঁপা চাকমা। মূল্য : ২৮০ টাকা।

সর্বশেষ খবর