শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভাল লাগে

শামসুর রাহমান

বাঁশের বাঁঁশি, মাটির ঘড়া,

কাগজ কেটে নৌকো গড়া,

            গড়তে আমার ভাল লাগে।

 

হাওয়ায় গাছের পাতার নড়া,

সন্ধেবেলা বৃষ্টিপড়া

            দেখতে আমার ভাল লাগে।

 

রঙধনুর সিঁড়ি বেয়ে

মেঘ-মুলুকে পিঁড়ি ঢেয়ে

            বসতে আমার ভাল লাগে।

 

স্বপ্নঘেরা ভিন শহরে

ডানা-অলা ঘোড়ায় চড়ে

            ঘুরতে আমার ভাল লাগে।

 

মাঠের কাছে, নদীর কাছে

অনেক কিছু শেখার আছে

            শিখতে আমার ভাল লাগে।

 

তারার হরফ দিয়ে গড়া

রাতের বেলা নতুন ছড়া

            লিখতে আমার ভাল লাগে।

(অপ্রকাশিত কবিতা)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর