২৯ অক্টোবর, ২০১৫ ১২:৪৬

মিনিস্কার্ট পরায় বিমানে উঠতে বাধা

অনলাইন ডেস্ক

মিনিস্কার্ট পরায় বিমানে উঠতে বাধা

পোশাক বিতর্কে জড়িয়ে পড়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। মিনিস্কার্ট পরার কারণে এক নারী যাত্রীকে বিমানে উঠতে বাধা দেয় সংস্থাটির কর্মীরা। পরে পোশাক বদলানোর পরই বিমানে উঠতে দেয়া হয়। সোমবার সকালে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, মিনিস্কার্ট পরিহিত ওই নারী ইন্ডিগোরই প্রাক্তন কর্মী। ইন্ডিগোর তরফে পাল্টা যুক্তি দেখিয়ে বলা হয়, ওই নারী প্রাক্তন কর্মী ও তার বোন বর্তমানে বিমানবালা হওয়ায় তার নির্দিষ্ট পোশাক বিধি মানা উচিত ছিল। ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞদের যুক্তি, পরিবারের লোকের ক্ষেত্রে কোনো রকমের পোশাকবিধি খাটে না। অপরদিকে, ইন্ডিগোর দাবি, নিয়ম মেনে সব কিছু হয়েছে।   

সূত্র: ২৪ ঘণ্টা

 

বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৫/ রশিদা

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর