৯ নভেম্বর, ২০১৫ ১৪:০৭

জন্মনিয়ন্ত্রণে কলা-পেঁপে!

জন্মনিয়ন্ত্রণে কলা-পেঁপে!

সভ্যতার শুরু থেকেই জন্মনিয়ন্ত্রণে প্রধান ভূমিকা নারীরা-ই পালন করে আসছেন। তবে পুরুষদের জন্মনিয়ন্ত্রণের উপায় নিয়ে বেশ গবেষণা চলছে। কেউ কেউ পুরুষদের জন্য জন্মনিরোধক আবিস্কারের ক্ষেত্রে বড় ধরনের সফলতার কথাও জানিয়েছেন। এক্ষেত্রে আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ও অবলম্বন করে থাকেন। তেমনই জন্মনিয়ন্ত্রণের প্রাকৃতিক উপায় হতে পারে পেঁপে-কলার মিশ্রণ। এ দুটির ফলের মিশ্রণ নিয়মিত খেলে তা জন্মনিয়ন্ত্রণে ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞদের মত। আসলে পেঁপে শুক্রাণুর ক্ষমতা কমাতে সাহায্য করে।
মিশ্রণ তৈরির উপায় :  একটা পেঁপের অর্ধেকটা নিয়ে তাতে ২ থেকে ৩টা কলা দিন। সেইসঙ্গে নেন ২০ থেকে ৪০টা পেঁপের বীজ।
গরম পানি দিয়ে ব্লেন্ডারের সাহায্যে তাদের মিশ্রণ তৈরি করুন। প্রয়োজনে চিনি দিতে পারেন মিশ্রণটিতে।  ভালো ফল পেতে মাসে অন্তত ২১ দিন কলা-পেঁপের মিশ্রণ খান।  

সূত্র: আনন্দবাজার

বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর