১০ নভেম্বর, ২০১৫ ১২:২৫

এবার যুক্তরাষ্ট্রে মারিজুয়ানা রিসোর্ট!

অনলাইন ডেস্ক

এবার যুক্তরাষ্ট্রে মারিজুয়ানা রিসোর্ট!

রিসোর্টটির বিশেষত্ব হচ্ছে এখানে মনভরে মারিজুয়ানা বা গাঁজা খাওয়া যাবে। রিসোর্টের চারপাশে গাঁজা গাছ লাগানো থাকবে। তারই মধ্যে আরাম করে টান দেয়া যাবে গাঁজায়। আর এই রিসোর্ট তৈরির অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটার আদিবাসী গোষ্ঠী স্যান্টি সিয়ক্স। 

এই আদিবাসীরা মোট ৪০০ পরিবার সেখানে বাস করে। তাদের আর্থিক কষ্টটা প্রকট। অঞ্চলটিতে সবচে' বেশি উৎপাদিত হয় মারিজুয়ানা বা গাঁজা। আর এই সম্পদকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক দৈন্যতা ঘুচাতে চায় স্যান্টি সিয়ক্স আদিবাসী গোষ্ঠী। তাই সরকারের কাছে গোষ্ঠীপ্রধান অ্যান্টিন রাইডার জানিয়েছেন, তাদের একটি মারিজুয়ানা রিসোর্ট তৈরি করার অনুমতি দেওয়ার জন্য। অনুমতি মিলেছে বলে জানা গেছে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ডেনভারে প্রতি বছর মারিজুয়ানা ফেস্টিভেল অনুষ্ঠিত হয়।

সূত্র: জি২৪

বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৫/ রশিদা

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর