১০ নভেম্বর, ২০১৫ ১৪:৪৩

ভারতে ৬.৪ কেজি ওজনের শিশুর জন্ম

অনলাইন ডেস্ক

ভারতে ৬.৪ কেজি ওজনের শিশুর জন্ম

উত্তরপ্রদেশের পর এবার ভারতের তামিল নাড়ুতে মাত্রাতিরিক্ত ওজন নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। জন্মের সময় ওই শিশুটির ওজন ৬.৪ কেজি মাপা হয়েছে। শিশুটিকে ভারতে এ যাবৎ জন্ম নেয়া দ্বিতীয় বৃহত্তম ওজনের বলে দাবি করা হচ্ছে। রাজ্যের ভেল্লর শহরের সাথুভাচারির একটি বেসরকারি হাসপাতালে গতকাল সোমবার ওই শিশুটির জন্ম হয়। ২৯ বছর বয়সী এক নারী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৬.৪ কেজি ওজনের ওই ছেলে শিশুটির জন্ম দেন। এটা তার তৃতীয় সন্তান। এর আগে তিনি সাড়ে ৪ কেজি ও সাড়ে ৩ কেজির দুটি মেয়ে শিশুর জন্ম দেন।
এর তিন দিন আগে ভারতের উত্তরপ্রদেশে ৬.৭ কেজি ওজন নিয়ে এক শিশুর জন্ম হয়। শিশুটিকে দেশটিতে জন্ম নেয়া সবচেয়ে বেশি ওজনের বলে মনে করা হচ্ছে। এছাড়া কয়েক বছর আগে রাজস্থানে এক শিশু ৫.৯ কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করেছিল বলে জানান তামিল নাড়ুর ভেল্লরের ওই হাসপাতালের পরিচালক সানদিয়া বাবু।
সোমবার জন্ম নেয়া শিশুটিকে ভারতের দ্বিতীয় বৃহ্ত্তম ওজনের বলে দাবি করেন ওই সানদিয়া । ডায়াবেটিস আক্রান্ত নারীদের বাচ্চারাই বেশি ওজনের হয়ে থাকে বলে জানান তিনি। তবে তামিল নাড়ুর ওই নারীর ডায়াবেটিস রোগে ভুগছেন না।  
উল্লেখ্য, জন্মের সময় বাচ্চাদের গড়পড়তা ওজন সাধারণত ৭.৫ পাউন্ড হয়ে থাকে। যদিও বাচ্চাদের জন্মের সময় স্বাভাবিক ওজন ৫.৫ পাউন্ড থেকে ১০ পাউন্ড পর্যন্ত হতে পারে। তবে মাত্র ৫ শতাংশ বাচ্চা এই রেঞ্জের মধ্যে পড়ে না।  ২.২ পাউন্ড সমান এক কেজি।

সূত্র: দ্য হিন্দু 

 

বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/শরীফ

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর