২১ নভেম্বর, ২০১৫ ১৪:৪৭
ভারতীয় পত্রিকায় খবর

'বাংলাদেশ দখলের ছক আইএস-এর'

অনলাইন ডেস্ক

'বাংলাদেশ দখলের ছক আইএস-এর'

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ফ্রান্সে হামলার পর তাদের পরবর্তী লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ৷ সম্প্রতি প্রকাশিত, তাদের অনলাইন পত্রিকা 'দাবিক' এর দ্বাদশ সংখ্যায় আইএস জানিয়েছে, আগামী দিনে তাদের প্রভাব বিস্তারের কেন্দ্র হবে বাংলাদেশ, ইয়েমেন ও সোমালিয়া৷ ভারতীয় গণমাধ্যম 'এইসময়' আজ শনিবার (২১ নভেম্বর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দাবিক পত্রিকার মাধ্যমে আইএস নতুন সদস্য জোগাড় করা ছাড়াও, তাদের নিষ্ঠুর কর্মধারার সমর্থনে একটানা প্রচার চালিয়ে থাকে৷ পত্রিকার মুখবন্ধে, গত সপ্তাহের প্যারিস হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, 'উদ্ধত ফ্রান্স খিলাফতের বিরুদ্ধে বোমা দাগতে শুরু করেছিল৷ দাম্ভিক রাশিয়ার মতো তারাও ভেবেছিল খিলাফতের অঞ্চল থেকে তাদের ভৌগোলিক দূরত্ব বেশি হওয়ায় তারা নিরাপদ৷ কিন্তু আমাদের সাহসী যোদ্ধারা সেখানে ঢুকে, যুদ্ধ করে প্যারিসবাসীকে চমকে দেয়৷'

ওই স্তম্ভেই আইএস আরও বলে, 'শুধু অ্যাসল্ট রাইফেল ও বিস্ফোরক বেল্ট নিয়ে আট যোদ্ধার কর্মকাণ্ডের পর, ফ্রান্সের সরকার দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে৷' আগামী দিনের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে এই পত্রিকায় শুধু বাংলাদেশ নিয়েই একটি পরিচ্ছেদ রয়েছে৷ পুরো লেখাতেই অবশ্য বাংলাদেশকে 'বেঙ্গল' বলা হয়েছে৷

এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার অস্বীকার করলেও, শেষ দু'মাসে বাংলাদেশে যে দুই বিদেশিকে হত্যা করা হয়, তার দায়ও নিয়েছে আইএস৷ 'দ্য রিভাইভাল অফ জিহাদ ইন বেঙ্গল' শীর্ষক পরিচ্ছেদটিতে তারা লিখেছে, 'খিলাফতের যোদ্ধাদের একটি দল ঢাকার গুলশান এলাকায় ইতালীয় ধর্মযোদ্ধা (ক্রুসেডার) সিজার তাভেল্লাকে হত্যা করে৷ এর কিছু দিন পরে, আর একটি দল রংপুরে এক জাপানি নাগরিককে হত্যা করে৷

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আওয়ামী লীগের 'ধর্মনিরপেক্ষ' সরকারের বিরুদ্ধে বিষোদগার করে আইএস বলেছে, ওই সরকার তথ্যবিকৃত করে অন্যদের ঘাড়ে দোষ চাপায়৷ লেখার উপসংহারে, আইএস সদম্ভে ঘোষণা করেছে বাংলাদেশে তাদের সম্প্রসারণ ও সন্ত্রাস, দুই-ই সমানতালে চলবে৷ পত্রিকায় একটি পৃষ্ঠায় রয়েছে একটি নরম পানীয়ের ক্যানের মধ্যে বিস্ফোরকের ছবি৷ এটির সাহায্যেই কিছু দিন আগে মিশরে রাশিয়ার একটি বিমান ধ্বংস করা হয়েছিল৷ আর একটিতে রয়েছে আইএস-এর হাতে সম্প্রতি নিহত এক নরওয়েজিয়ান ও চীনের নাগরিকের ছবি৷

একটি পরিচ্ছেদে রয়েছে আর এক জঙ্গি সংগঠন, আল-কায়েদার কঠোর সমালোচনা৷ আইএস মনে করে, আল-কায়েদার সর্বোচ্চ নেতা আয়মান আল-জাওয়াহিরির শুধু পদটুকুই আছে, ক্ষমতা নেই আর তাঁর অনুগামীরা সবাই 'ভণ্ড'৷ আইএস-এর মুখপত্রের নাম 'দাবিক' রাখার পিছনেও একটি ইতিহাস আছে৷ দাবিক হল উত্তর সিরিয়ার একটি ছোট শহর, যেখানে ৩০০০ মানুষের বাস৷ সেটি আপাতত আইএস-এর দখলে৷

বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর