২৮ নভেম্বর, ২০১৫ ১১:২৮

আইএসআইএসের ওয়েবসাইটে ভায়াগ্রা

অনলাইন ডেস্ক

আইএসআইএসের ওয়েবসাইটে ভায়াগ্রা

‘ডার্ক ওয়েব’-এ নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে আইএসআইএস জঙ্গি সংগঠন। কিন্তু সেখানেও যুদ্ধ ঘোষণা করল ‘অ্যানোনিমাস’-এর সঙ্গে যুক্ত হ্যাকিং-গ্রুপ ‘ঘোস্ট সেক’।

ওয়েব দুনিয়ার বড় শত্রু ‘অ্যানোনিমাস’ এবার নতুন পদ্ধতিতে আইএসআইএসের ওয়েবসাইট হ্যাক করল। ইংরেজিতে লেখা একটা ছোট্ট বার্তা ‘টু মাচ আইএসআইএস’ আর সঙ্গে ছবি এক ওনলাইন ওষুধের দোকানের। ক্লিক করলেই যেখানে পাওয়া যায় অন্যান্য ওষুধের সঙ্গে ভায়াগ্রা ও অ্যান্টি-ডিপ্রেসেন্ট প্রোজাক।

প্যারিস হামলার পর থেকেই অ্যানোনিমাস তাদের নিজের মতো করে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের বিরুদ্ধে। জঙ্গি সংগঠনটি খুব সন্তর্পণে ‘ডার্ক ওয়েব’-এ নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। এটি ইন্টারনেটের এমনই এক জায়গা, যেখানে ‘পেজ’গুলি বিশেষ ‘টুল’ ছাড়া ‘অ্যাকসেস’ করাই যায় না। কিন্তু কথায় আছে, সব চুরিরই কিনারা আছে। তেমনই একটি হ্যাকিং-গ্রুপ, নাম ‘ঘোস্ট সেক’, আইএসআইএসের এই পেজটি হ্যাক করে।


সূত্র: এই সময়


বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর