শিরোনাম
৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫৪

আইএসের উত্থানের পেছনে পাকিস্তান দায়ী : নিউইয়র্ক টাইমস

অনলাইন ডেস্ক

আইএসের উত্থানের পেছনে পাকিস্তান দায়ী : নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া, ইরাক ও লিবিয়ায় তৎপর জিহাদি গোষ্ঠী আইএসসহ বিশ্বের বিভিন্ন জিহাদি গোষ্ঠীর উত্থানের জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। শুধু তাই নয়, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো এসব গোষ্ঠীর 'ব্যবস্থাপক' হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দৈনিক নিউইযর্ক টাইমস তাদের এক উপ-সম্পাদকীয়তে আজ এ মন্তব্য করেছে। আফগানিস্তানসহ বিশ্বের নানা যুদ্ধে দেশটির হস্তক্ষেপের বিষয়টি উপ-সম্পাদকীয়টিতে গুরুত্ব পায়। খবর পিটিআই'র

আফগানিস্তানে পাকিস্তান-ই তালিবান হামলার সুযোগ করে দিয়েছে এ ব্যাপারে বিশেষজ্ঞরা পর্যাপ্ত তথ্য-প্রমাণ পেয়েছেন- এই গুরুত্বারোপ করে উপ-সম্পাদকীয়টিতে বলা হয়, 'পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের ব্যবহার শুধু আফগানিস্তানের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। দেশটি বেশ কয়েকটি আন্তর্জাতিক যুদ্ধ বা দ্বন্দ্বেও হস্তক্ষেপ করছে।'
এতে বলা হয়, 'দেশটির গোয়েন্দা সংস্থাগুলো আন্তর্জাতিক জিহাদি গোষ্ঠীগুলোর ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট রয়েছে। এমনকি মত আছে যে আইএসের উত্থানের পেছনেও তারা জড়িত।'
মার্কিন দৈনিকটির উপ-সম্পাদকীয়তে আরো বলা হয়, পাকিস্তানি গোয়েন্দাসংস্থাগুলোর দীর্ঘ 'হাতিয়ার' হিসেবে পরিচিত দেশটির মাদরাসাগুলো পস্তুন ও উত্তরাঞ্চলীয় আফগানিস্তানের উপজাতির লোকদেরকে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

বিডি-প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর