২ মে, ২০১৬ ১৩:৩০

এক শতাংশ ভারতীয় আয়কর দেন!

অনলাইন ডেস্ক

এক শতাংশ ভারতীয় আয়কর দেন!

ভারতের মোট জনসংখ্যার শতকরা এক শতাংশ মানুষ আয়ের ওপর কর দিয়ে থাকে। ২০১২-১৩ সালের সরকারি তথ্য এ কথা জানা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম 'এই সময়'।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে সরকার জনগণের প্রত্যক্ষ করের ১৫ বছরের তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রতি হিসাবে এখনও পর্যন্ত শুধু ২০১২-১৩ সালেরটা প্রকাশিত হয়েছে। ওই অর্থ বছরের ১২৩ কোটি জনসংখ্যার দেশের মাত্র ২.৮৭ কোটি নাগরিক তাঁদের আয়করের ফাইল জমা দিয়েছেন। তবে, তাঁদের মধ্যে ১.৬২ কোটি মানুষ আয়কর জমা দেননি। অর্থাত্‍‌ আয়কর জমা দিয়েছেন ১.২৫ কোটি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার এক শতাংশ।

আরও জানা গেছে, ২০১২-১৩ সালে যারা আয়কর জমা দেওয়ার ফাইল জমা দিয়েছেন তাঁদের অধিকাংশেরই বার্ষিক বেতন ৫.৫ লাখ থেকে ৯.৫ লাখ রুপির মধ্যে। ফলে দেখা যাচ্ছে ওই অর্থ বছর ১৯.১৮ লাখ করদাতা ২.৫ লাখ-৩.৫ লাখ রুপি উপার্জন করেছেন।

বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর