৩১ মে, ২০১৬ ১৮:৩৪

নো বল দেওয়ায় আম্পায়ারের বোনকে বিষ খাইয়ে খুন

অনলাইন ডেস্ক

নো বল দেওয়ায়  আম্পায়ারের বোনকে বিষ খাইয়ে খুন

তিনি তার দায়িত্ব পালন করেছেন। আর সেজন্যই কিনা দিতে হলো বিরাট খেসারত। হারালেন বোনকে। নো বল দিয়েছেন বলে বিষ খাইয়ে খুন করা হল তার বোনকে। 

ভারতের উত্তর প্রদেশের ছোট্ট গ্রাম জারারা। ঘটনাটি ঘটেছে সেখানে। গ্রামটিতে অনুষ্ঠিত হচ্ছিল জারারা প্রিমিয়ার লিগ। ১৪ মে থেকে ৩০ মে এই টুর্নামেন্ট হয়। ২৮ মে চলছিল জারারা ও বারিকির মধ্যে খেলা। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ার রাজ কুমার একটি ‘নো বল’ দেন। আর এতে রেগে যান সন্দীপ পল। আম্পায়ারের কাছে গিয়ে সিদ্ধান্ত বদলের দাবি জানান তিনি। কিন্তু তাতে রাজি হননি আম্পায়ার। তখন সেই প্লেয়ার আম্পায়ারকে হুমকি দিয়ে বলেন, তাঁর এই ভুলের জন্য তাঁকে তাঁর পরিবারের সদস্যকে হারাতে হবে। এই হুমকি শুনেও খুব একটা গুরুত্ব দেনননি সেই আম্পায়ার। 

পরের দিন সেই আম্পায়ারের ১৫ বছরের বোন পূজা যখন তাঁর বন্ধুদের সঙ্গে ফিরছিলেন তখন তাঁকে রাস্তায় আটকান সেই ক্রিকেটার। পরিচিত ছিল বলে সন্দীপ পলের দেওয়া কোল্ড ড্রিঙ্ক খেতে আপত্তি করেনি পূজা। তাতেই মেশানো ছিল বিষ। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় পূজার। এভাবেই একটি 'নো বল' কেড়ে নিলো এক কিশোরীর প্রাণ!  

 
 সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিডি-প্রতিদিন/ ৩১ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর