১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:২৪

ভারত-পাকিস্তান সীমান্তে ২০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ

অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে ২০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ

ভারত-পাক সীমান্তে খোঁজ মিলেছে একটি ২০ ফুট দীর্ঘ সুড়ঙ্গের। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের রামগড় সেক্টরের সাম্বায় ওই সুড়ঙ্গের সন্ধান পান বিএসএফ জওয়ানরা।

বিএসএফের কর্মকর্তা ধর্মেন্দ্র পারিক জানান, সুড়ঙ্গটি কমপক্ষে আড়াই ফুট গভীর ও চওড়া। তবে স্বস্তির বিষয়, সুড়ঙ্গটি তৈরির কাজ এখনও শেষ হয়নি। আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার টপকে যাওয়ার আগেই তা খুঁজে বের করতে সফল হয়েছেন বিএসএফ জওয়ানরা। ফলে এই পথ দিয়ে গোপন অনুপ্রবেশ আগেভাগেই রুখে দেয়া সম্ভব হয়েছে।

সীমান্তে সুড়ঙ্গের নতুন কোনও বিষয় নয়। গত বছর একই সেক্টরের একটি সুড়ঙ্গ দিয়েই অস্ত্রসহ তিন জঙ্গি ভারতে প্রবেশ করে। তার আগে ২০১২ সালে সাম্বা সেক্টরে ৪০০ মিটার লম্বা সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। তবে বছরের পর বছর সেনাদের নিয়মিত তল্লাশির কারণে এমন যাতায়াত এটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। 

মঙ্গলবার সীমান্তে নিয়মিত তল্লাশি চালানোর সময় সুড়ঙ্গটি দেখতে পান ভারতীয় সেনারা। বিএসএফ কর্মকর্তা জানান, এই পথে জঙ্গিরা অনায়াসে প্রবেশ যেতে পারত। তবে সেই সম্ভাবনা নির্মূল করা হয়েছে। 

 

বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর