২১ মার্চ, ২০১৭ ১৩:৩৬
খবর সংবাদ প্রতিদিনের

আলোচনার মাধ্যমে রাম মন্দির ইস্যু সমাধানের পরামর্শ ভারতীয় সুপ্রিম কোর্টের

অনলাইন ডেস্ক

আলোচনার মাধ্যমে রাম মন্দির ইস্যু সমাধানের পরামর্শ ভারতীয় সুপ্রিম কোর্টের

পারস্পরিক আলোচনার মাধ্যমে  রাম মন্দির সমস্যার সমাধান করার পরামর্শ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত৷ মঙ্গলবার বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর ফাইল করা একটি পিটিশনের শুনানির পর আদালত এ পরামর্শ দেন।

প্রায় ছয় বছর ধরে মামলা চলছে রামমন্দির নিয়ে। আদালত জানিয়েছে, আলোচনার মাধ্যমে এবারও সমস্যার সমাধান না হলে আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে৷

পিটিশনের শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের ডিভিশন বেঞ্চ জানায়, রামের জন্মভূমি নিয়ে বিতর্ক স্পর্শকাতর বিষয়৷ দুই সম্প্রদায়ের আবেগের কথা মাথায় রেখে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয়৷ 

এ বিষয়ে পরবর্তী শুনানি ৩১ মার্চ। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সর্বোচ্চ আদালতকে জানান, বহুবার আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের চেষ্টা করা হয়েছে৷ তবে প্রতিবার তা বিফল হয়৷ তার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে আরোও একবার আলোচনার পরামর্শ দিয়েছেন৷ এছাড়া দুই পক্ষ চাইলে একজন মধ্যস্থতাকারীকে নিযুক্ত করে দেয়ার প্রস্তাব দিয়েছে সর্বোচ্চ আদালত৷

 

বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর