২৫ এপ্রিল, ২০১৭ ০৯:১৩

'চীনকে প্রতিহত নয়, নিজ অর্থব্যবস্থায় নজর দেওয়া উচিৎ ভারতের'

অনলাইন ডেস্ক

'চীনকে প্রতিহত নয়, নিজ অর্থব্যবস্থায় নজর দেওয়া উচিৎ ভারতের'

চীনের সঙ্গে মোকাবিলায় নামতে যুদ্ধ জাহাজ তৈরি না করে অর্থব্যবস্থার উন্নতির দিকে ভারতের নজর দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছে চীনের সংবাদ সংস্থা গ্লোবাল মিডিয়া।

ভারত মহাসাগরে চীনকে প্রতিহত করার থেকে নিজের অর্থব্যবস্থার ওপর ভারতের নজর দেওয়া উচিৎ বলেও মনে করে তারা।

চীনের সংবাদ সংস্থার মতে, যুদ্ধ জাহাজ তৈরিতে মরিয়া ভারত। চীন-ভারত দুই দেশ জাহাজ তৈরি করলেও আর্থিক প্রগতি তাদের এই নির্মাণের ওপর যে প্রভাব ফেলেছে তা স্পষ্ট। তাই ভারত মহাসাগরে চীনের প্রভাবকে প্রতিহত করার থেকে আর্থিক বিকাশই ভারতের চিন্তার প্রধান কারণ হয়ে ওঠা প্রয়োজন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর