২৭ এপ্রিল, ২০১৭ ১২:৪৯

'গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করেছে মোদির জাতীয়তাবাদ'

অনলাইন ডেস্ক

'গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করেছে মোদির জাতীয়তাবাদ'

বিশ্বে গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা 'রিপোটার্স উইদাউট বর্ডার্স' গণমাধ্যমের স্বাধীনতা পর্যালোচনা করে বিশ্বের দেশগুলোর একটি তালিকা তৈরি করেছে। তাতে বেশ বড়সড় হোঁচট খেয়েছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। দেশটির অবস্থান এখন ১৩৬।

বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ায় 'গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ভারতের অধঃপতনের জন্য মোদির জাতীয়তাবাদই দায়ী' এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানেই এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তালিকায় ভারতের অবস্থান চীনের (১৭৬) কাছাকাছি। যে দেশের একটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানই নেই। সবগুলোই রাষ্ট্রীয় করায়ত্তে। গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের চেয়ে এগিয়ে কাতার, মায়ানমার (১৩১), আফগানিস্তান (১২০), মালদ্বীপ (১১৭) ও সংযুক্ত আরব আমিরাত।

গণমাধ্যমের স্বাধীনতা-২০১৭ শীর্ষক প্রতিবেদনে সেরা দশে আছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, কোস্টারিকা, সুইজারল্যান্ড, জ্যামাইকা, বেলজিয়াম, আইসল্যান্ড।

তালিকায় ভারতের চেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ (১৪৬) ,পাকিস্তান (১৩৯) ও রাশিয়া (১৪৮)। তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ১৭। 

 

বিডি প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর