৬ জুন, ২০১৭ ১২:২৪

কাতারগামী যাত্রী নিষিদ্ধ করল ৫ দেশের এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক

কাতারগামী যাত্রী নিষিদ্ধ করল ৫ দেশের এয়ারলাইন্স

আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর। আর তারই জের ধরে, কাতারগামী যাত্রী নিচ্ছে না প্রতিবেশী পাঁচটি আরব দেশের বিমান সংস্থাগুলো। ফলে কাতারগামী যাত্রী ব্যবহার করতে পারছেন না সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স, এমিরেটস, ইতেহাদ, এয়ার এরাবিয়া।  

এ ব্যাপারে রয়টার্স জানিয়েছে, এই ঘোষণার পর সৌদি আরব তার আকাশসীমা কাতার এয়ারওয়েজসহ কাতারের বিমান সংস্থাগুলোর জন্য নিষিদ্ধ করেছে। এছাড়া, আমিরাতের এমিরেটস, ইতিহাদ ও ফ্লাই দুবাই, বাহরাইনের গালফ এয়ারও তাদের দোহাগামী সব ফ্লাইট স্থগিত করেছে বলে সংবাদ সংস্থাটি জানায়।

অন্যদিকে, কাতার এয়ারওয়েজ এর পক্ষ থেকেও জানিয়ে দেয়া হয়েছে, সৌদিগামী তাদের সব ফ্লাইট বন্ধ থাকবে।

তবে কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঢাকা থেকে আগের সূচিতেই চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দোহা ফ্লাইটও চলছে যথারীতি।

বিডি-প্রতিদিন/৬ জুন, ২০১৭/ওয়াসিফ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর