১২ জুন, ২০১৭ ১১:৩২

বিশাল অঘটন না ঘটলে শেষ চারে বিরাটদের সামনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বিশাল অঘটন না ঘটলে শেষ চারে বিরাটদের সামনে বাংলাদেশ

ফাইল ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলির দল। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত গ্রুপ সেরা তারাই। তাই বড় ধরণের কোন অঘটন না ঘটলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে পাকিস্তান বা শ্রীলঙ্কারও। তবে সেই সম্ভাবনা অনেক ক্ষীণ। কারণ রান রেটের দিক থেকেও সবার ওপরে রয়েছে ভারত। তাদের রান রেট এতটাই ভালো যে, পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের জয়ী দলের পক্ষে তাদের টপকানো প্রায় অসম্ভব। যেহেতু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এখানে অনেক কিছুই সম্ভব হতে পারে। সে জন্য হয়তো কিছুটা অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের জন্য।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে দাপুটে বোলিং ও ব্যাটিংয়ে কল্যাণে বড় ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রোটিয়াদের দেওয়া ১৯২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তবে অধিনায়ক বিরাট কোহলি ও উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ব্যাটিং দৃঢ়তায় হেসে খেলেই জয় পায় টিম ইন্ডিয়া। মাত্র ৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। সেই সঙ্গে তুলে নেয় ৮ উইকেটরে বড় জয়।

অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। এই জয়ের ফলে তারা নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। আপাত দৃষ্টিতে ভারত বাংলাদেশের চেয়ে শক্তিশালী হলেও সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছে টাইগাররা। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মাহমুদুল্লাহর জুটি ক্রিকেট জগতকে জানিয়ে দিয়েছে টাইগারদের হুংকার। সেই সঙ্গে ওপেনার তামিম ইকবালও আছেন দারুণ ফর্মে। তাই আগামী ১৫ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কে ফেভারিট তা নিয়ে নিশ্চিত ভাবে বলাটা সহজ হবে না।

 


বিডি-প্রতিদিন/ ১২ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর