৩০ জুলাই, ২০১৭ ১২:০৮

বেইজিংকে না চটাতে নির্দেশ মোদীর

অনলাইন ডেস্ক

বেইজিংকে না চটাতে নির্দেশ মোদীর

ফাইল ছবি

চীনের সঙ্গে সঙ্কট সমাধানের উদ্যোগ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চীন ইস্যুতে মন্ত্রিসভার সদস্য, সেনাপ্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়হ সংশ্লিষ্ট সবাইকে মুখে কুলুপ আঁটতে নির্দেশ দিয়েছেন।চীনকে আর ক্ষুব্ধ করার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজারের।

বেইজিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দৌত্যের মাধ্যমে ডোকলাম সঙ্কটের সমাধান সূত্র খোঁজার চেষ্টা শুরু করেছে মোদী সরকার। 

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত, প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলিদের চীন-বিরোধী বক্তব্যে পরিস্থিতি বেশি ঘোলা হয়েছে।চীন যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আছে। সরকারি মুখপাত্রের মাধ্যমে প্রায় প্রতি দিনই ভারতকে তীব্র ভাবে বাক্যবাণে জর্জরিত করছে তারা। এজন্যই বরফ গলানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত। 

আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর ব্রিকস-এর শীর্ষ বৈঠকে যোগ দিতে চীন যাওয়ার কথা মোদির। তার আগে ডোকলাম থেকে সেনা প্রত্যাহার সংক্রান্ত একটি যৌথ প্রস্তাব যাতে তৈরি করা যায় তার জন্য চেষ্টা করছে নয়াদিল্লি। 

বিডি প্রতিদিন/৩০ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর