১২ আগস্ট, ২০১৭ ১০:১৪

অক্টোবরে তৃতীয় বিশ্বযুদ্ধ, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নিয়ে বিশ্বে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক

অক্টোবরে তৃতীয় বিশ্বযুদ্ধ, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নিয়ে বিশ্বে চাঞ্চল্য

জ্যোতিষী ক্যাথলিক হোরেশিয়ো। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবাই যখন হিলারি ক্লিনটনের দিকে  বাজি ধরেছিলেন, তখন সবাইকে অবাক করে তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পই হবেন প্রেসিডেন্ট। পরে কি ঘটেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই। এরপর তার আরও কয়েকটি কথার মিল পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে। আর এবার যে কথাটা তিনি বললেন, তা সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কথাটা জ্যোতিষী ক্যাথলিক হোরেশিয়োর বলেই বিষয়টা কেউ হালকা ভাবে নিচ্ছেনও না।

আমেরিকার টেক্সাসের হোরেশিয়ো’র দাবি, চলতি বছরের ১৩ অক্টোবরের মধ্যেই শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ! শুধু তাই নয়, এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিষী জানিয়েছেন, এবারের যুদ্ধের পরিণতি প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও আরও ভয়াবহ হবে।

ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, মনে প্রশ্ন জাগতেই পারে, এ বছরই কেন যুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দিলেন তিনি? এর সপক্ষে জ্যোতিষীর যুক্তি, লেডি অফ ফতিমা’র সর্বশেষ আবির্ভাব হয়েছিল ১৩ মে ১৯১৭ থেকে ১৩ অক্টোবর ১৯১৭’র মধ্যে। সেই ঘটনার ১০০ বছর পর অর্থাৎ চলতি বছরের ১৩ অক্টোবরের মধ্যে পৃথিবী ধ্বংসের পথে এগোতে শুরু করবে বলেই তাঁর বিশ্বাস! 

অতীতে বেশ কয়েকবার মিলেছে হোরেশিয়ো’র ভবিষ্যদ্ববাণী। তিনি জানিয়েছিলেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন। তা মিলেছিল। আরও বলেছিলেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সিরিয়া আক্রমণ করবেন। সেটাও মিলেছে। চলতি বছরের গোড়াতেই সিরিয়ার হমসে আক্রমণ চালায় আমেরিকা। স্বাভাবিকভাবেই তাঁর এবারের দাবি ঘিরে বাড়ছে চাঞ্চল্য।

তবে হাজার হোক, বিজ্ঞানের ছোঁয়া যেখানে নেই, তা নিয়ে বিতর্ক থাকবেই। এক্ষেত্রেও সেটাই ঘটছে। কিন্তু একই সঙ্গে বর্তমান বিশ্বের রাজনৈতিক অবস্থার কথাও মাথায় রাখছে মানুষ। শুধু সিরিয়া বা যুক্তরাষ্ট্রই নয়, ভারত-চীনের সম্পর্কও তলানিতে এসে ঠেকেছে। আবার আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার চলমান উত্তেজনা এখনও পাল্টাপাল্টি হুমকির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে।

প্রসঙ্গত, ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ট্রাদামুস ২০১৭ নিয়ে বেশ কিছু নেতিবাচক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আগেই। তিনি জানিয়েছিলেন, বিশ্ব উষ্ণায়নের জেরে রিসোর্স কমে আসায় ২০১৭ সালে সবচেয়ে বড় সমস্যাটি তৈরি হবে। এ ছাড়াও তিনি জানিয়েছিলেন, মানুষের সবচেয়ে বড় শক্রতে পরিণত হবে সন্ত্রাসবাদীরা।

সূত্র: এবেলা

বিডি-প্রতিদিন/১২ আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর