৫ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৪৬

ধর্মীয় বিভাজনের জন্য পশ্চিমাদের দুষছে মিয়ানমার!

অনলাইন ডেস্ক

ধর্মীয় বিভাজনের জন্য পশ্চিমাদের দুষছে মিয়ানমার!

রোহিঙ্গা ইস্যুতে ধর্মীয় বিভাজন সৃষ্টির জন্য পশ্চিমাদের দুষছে মিয়ানমার। দেশটির সংবাদমাধ্যম মিজিমার 'ওয়েস্ট'স পারশিয়ালিটি ওরসেন্স রিলিজিয়াস ডিভাইডস ইন মিয়ানমার' শিরোনামের এক নিবন্ধে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করা হয়েছে।

এতে বলা হয়েছে, পশ্চিমাদের দোষারোপ মিয়ানমারে ধর্মীয় উত্তেজনা প্রশমনে কোনো কাজে আসবে না। বরং এটি চলমান সংকটকে তীব্র করবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহ বাড়াবে।

নিবন্ধটিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র রোহিঙ্গাদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। পশ্চিমারা তাৎক্ষণিকভাবে এ সংঘর্ষের জন্য মিয়ানমার সরকারকে অভিযুক্ত করেছে। পশ্চিমাদের বক্তব্য, মিয়ানমার সরকার রাখাইনে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। তারা শান্তিতে নোবেলবিজয়ী ও রাষ্ট্রীয় নেতা অং সান সুচিকে এ 'মানবিক বিপর্যয়ের' এর দায় নিতে বলছে। এটা অন্যায্য।
 
বিডি প্রতিদিন/৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর