১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:০২

২৫ আগস্টের পর মিয়ানমারে নিহত ৮৬ হিন্দু, ঘরছাড়া ২০০ পরিবার

অনলাইন ডেস্ক

২৫ আগস্টের পর মিয়ানমারে নিহত ৮৬ হিন্দু, ঘরছাড়া ২০০ পরিবার

মায়ানমারের রাখাইন প্রদেশে সবশেষ সহিংসতায় ৮৬ জন হিন্দুও নিহত হয়েছেন। এছাড়া মিয়ানমারের সামারিক বাহিনীর হাত থেকে প্রাণ বাঁচাতে ২০০ হিন্দু পরিবার ভিটেমাটি ছাড়া হয়েছেন। বর্তমানে তারা কক্সবাজারের একটি হিন্দু গ্রামে আশ্রয় নিয়েছেন। খবর ভারতের এবিপি আনন্দের।

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া শরণার্থীরা দাবি করেছেন, মায়ানমার সেনার হামলা থেকে রেহাই পাননি হিন্দুরাও। তাঁদের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘরছাড়ারা বলছেন, মায়ানমারের রাখাইন প্রদেশে শত শত মানুষকে খুন করা হয়েছে।

মায়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থী কালু সীল বলেছেন, হামলার লক্ষ্য প্রধানত রোহিঙ্গা মুসলিমরাই। কালু সীল আরও বলেছেন, মায়ানমার সেনা ও এআরএসএ তাঁদের গ্রামে হামলা চালায়। এরপর ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। এতে কয়েকশ' রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে হত্যা ও নির্যাতনের হাত থেকে জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্তে শুরু হয় রোহিঙ্গা শরণার্থীদের স্রোত। 

বিডি-প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর