শিরোনাম
২ অক্টোবর, ২০১৭ ১১:৪০

আদালতে অভিযুক্তের সন্তানকে স্তন্যপান করিয়ে মানবিকতার নজির নারী অফিসারের

অনলাইন ডেস্ক

আদালতে অভিযুক্তের সন্তানকে স্তন্যপান করিয়ে মানবিকতার নজির নারী অফিসারের

সংগৃহীত ছবি

মাতৃস্নেহ কোনও বাধা মানে না। ফের একবার প্রমাণ করলেন এক চীনের এক নারী পুলিশ অফিসার। তাই আদালতে এক বিচারাধীন আসামীর শিশুসন্তানকে ক্ষূধার জ্বালায় কাঁদতে দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারেননি চীনের এক নারীপুলিশ কর্মকর্তা। 

ঘটনাটি ঘটেছে চীনের শাংজি প্রদেশে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সেখানকার একটি আদালতে মামলার শুনানি চলছিল। আসামীর কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন এক নারী। আদালতে কক্ষেই ছিল ওই নারীর চারমাসের শিশু সন্তান। আচমকাই ক্ষুধা পেয়ে কাঁদতে শুরু করে শিশুটি। বহু চেষ্টা করেও কান্না থামানো যায়নি।  

চীনা পুলিস অফিসার লিনা হাও সবে মা হয়েছেন। সেদিন তিনি ডিউটি দিচ্ছিলেন আদালতে। সদ্য মা হওয়া লিনা বুধতে পারেন, শিশুটির ক্ষুধা পেয়েছে। এদিকে তার মা তখন আদালতে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে। কালবিলম্ব না করে, অপার মাতৃস্নেহে অভিযুক্তের সন্তান কোলে তুলে নেন লিনা হাও। স্তন্যপান করান ওই শিশুটিকে।

সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির ছবি পোস্ট করেন লিনারই এক সহকর্মী। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। লিনা হাওয়ের মানবিকতায় মুগ্ধ নেটিজেনরা।


বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর