শিরোনাম
৪ অক্টোবর, ২০১৭ ১৩:০৬

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতের নিউক্লিয়ার সাবমেরিন!

অনলাইন ডেস্ক

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতের নিউক্লিয়ার সাবমেরিন!

সংগৃহীত ছবি

দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস চক্র। সাবমেরিনটি পুনরায় অপারেশনে আনতে হলে কিছুটা সংস্কারের প্রয়োজন হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট।

সাবমেরিনটি রাশিয়া থেকে ১০বছরের জন্য লিজে নেওয়া হয়। তবে, বিশাখাপত্তনমে এর সংস্কারের জন্য একে ১মাস বেরও করা হয়নি। সূত্র অনুযায়ী, এই আইএনএস চক্র এই মুহূর্তে ভারতের একমাত্র কার্যক্ষম পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ। 

তবে এর টর্পেডো টিউবের নিচে সোনার ডোম অংশে এটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও সমগ্র ঘটনা এখনও বিস্তারিতভাবে কিছু জানা যায়নি, তবে সূত্র মতে, এই অবস্থা চলতে থাকলে এটি মাঝসমুদ্রে ভেঙে পড়ত অথবা বন্দরে প্রবেশের সময় দুর্ঘটনার কবলে পড়তে পারত। 

তবে ভারতীয় নৌসেনা এই বিষয়ে কোনও মন্তব্য করেনি বলে জানা গেছে। তবে সংস্কারের কাজ বেশ জটিল হবে বলেই মনে করা হচ্ছে, কারণ সোনার ডোম অংশটি টিটেনিয়াম দিয়ে তৈরি, যা ঠিক করতে বিশেষ ধরনের মেশিন এবং দক্ষ কর্মী প্রয়োজন।

উল্লেখ্য, দেশের মাটিতে বিশাখাপত্তনমে তৈরি আরিহান্ট পরমাণু অস্ত্র সম্বলিত সাবমেরিনও কিন্তু এমন সময়ে সাহায্য করতে সক্ষম।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর