শিরোনাম
১ নভেম্বর, ২০১৭ ১১:৫৫
খবর আনন্দবাজার পত্রিকার

ট্রেনে বাংলাদেশ আসতে এবার বিমানের মতোই ব্যবস্থা

অনলাইন ডেস্ক


ট্রেনে বাংলাদেশ আসতে এবার বিমানের মতোই ব্যবস্থা

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের এত দিন মাঝপথে নামতে হত। সেটা গেদে হোক বা দর্শনা। মালপত্র-সহ ট্রেন থেকে নেমে যেতে হত অভিবাসন ও শুল্ক সংক্রান্ত পরীক্ষার জন্য। তবে এবার আর এই ধকল পোহাতে হবে না এই ট্রেনের যাত্রীদের। কলকাতা ও ঢাকা স্টেশনেই এই কাজ সেরে ফেলা হবে। খবর আনন্দবাজার পত্রিকার।

এতে বলা হয়, বিমানবন্দরে ঠিক এমনটাই হয়। বিমানে ওঠার আগে এবং বিমান থেকে নামার পরেই অভিবাসন ও শুল্ক সংক্রান্ত পরীক্ষা হয়। কিন্তু, এতদিন ট্রেনপথে সেই সুবিধা মিলত না। সোমবার বাংলাদেশ রেলওয়ের এডিজি হবিবুর রহমান ও ভারতীয় রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী নভেম্বরেই চালু হবে নতুন এই সেবা। এতে যাত্রার সময় ৯ ঘণ্টা থেকে ৬-৭ ঘণ্টায় নেমে আসবে।

দু’দেশের যাত্রীরাই সীমান্তে দু’-তিন ঘণ্টা ধরে ওই ভোগান্তি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘ দিন ধরে। অবশেষে দু’টি দেশ সিদ্ধান্ত নিয়েছে, বিমানে বিদেশযাত্রার মতোই মৈত্রী এক্সপ্রেসেও যাবতীয় পরীক্ষা হবে শুধু দুই প্রান্তে। মাঝে কোনো স্টেশনে নামা যাবে না। জানা গেছে দু’দেশের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরাও। 

বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর