২৯ নভেম্বর, ২০১৭ ০২:৩৩
খবর কলকাতা নিউজ'র

কেশবতী রূপসীকে দিয়ে মোদির কেন্দ্রে রাহুলের চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

কেশবতী রূপসীকে দিয়ে মোদির কেন্দ্রে রাহুলের চ্যালেঞ্জ

সংগৃহীত ছবি

গুজরাটের বিধানসভা কেন্দ্রটি একরকম বিজেপির জন্যই যেন নির্ধারিত৷ ১৯৯০ সাল থেকে এই কেন্দ্রে কখনও হারের মুখ দেখতে হয়নি বিজেপিকে৷ এই কেন্দ্র থেকেই পরপর তিনবার জিতেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী হওয়ার পর তার ছেড়ে আসা এই আসনের উপনির্বাচনে অনাসায়ে জয় পেয়েছে বিজেপি৷ আর সেই কেন্দ্রেই এবার বাজিমাত করতে মরিয়া কংগ্রেস৷

আর  সেই বাজিমাত করতে সেখানে রাহুল গান্ধী ভরসা রাখছেন সম্পূর্ণ এক নবাগতার উপর৷ বিদেশ থেকে পড়াশোনা করে আসা শ্বেতা ব্রহ্মাত নামে এই যুবতীই ‘জায়েন্ট কিলার’ হবেন বলেই আশা করছে কংগ্রেসে৷

গুজরাতের মণিনগর কেন্দ্রে কংগ্রেস শেষবার জিতেছিল ১৯৮৫ সালে৷ দীর্ঘ ২২ বছর পর সেই মিথই এবার ভাঙতে রাহুল ভরসা করছেন এই নবাগতার ওপর৷ কংগ্রেস শিবির মনে করছে, শ্বেতার প্রোফাইলই নির্বাচনী যুদ্ধে তাকে অনেকটাই এগিয়ে দেবে৷ কারণ, ৩৪ বছর এই যুবতী লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকে বিবিএ পাশ করেছেন৷ এছাড়া আইএমএম-বেঙ্গালুরু থেকে তিনি রাজনৈতিক নেতৃত্ব নিয়ে পড়াশোনা করেছেন৷ আর এর জন্য তিনি চাকরিও ছেড়ে দিয়েছেন৷

শ্বেতা জানান, ‘‘চাকরি না পড়াশোনা৷ এক সময় যেকোনও একটাকে বেছে নিতে হত৷ আমি পড়াশোনাকে বেছেছিলাম৷ আমরা সেখানে ২৬ জন মহিলা ছিলাম৷ আর গুজরাত থেকে আমি একা৷’’ 

শ্বেতার বাবাও কংগ্রেসে ছিলেন৷ ২০০০ সালে আমেদাবাদ পুরনির্বাচনে প্রার্থীও হয়েছিলেন৷ যদিও শ্বেতার দাবি, বেঙ্গালুরুতে পড়ার সময়ই তিনি কংগ্রেস নেতৃত্বের সংস্পর্শে আসেন৷ তারপরই কংগ্রেস সম্পর্কে তার আগ্রহ বাড়ে৷

কংগ্রেস পরিবারের সন্তান হলেও তাকে মণিনগরের মতো একটা হাইপ্রোফাইল কেন্দ্রে প্রার্থী করা নিয়ে অসন্তোষ ছিল গুজরাত কংগ্রেসের অন্দরমহলে৷ তা সত্ত্বেও তাঁকে প্রার্থী করা হয়৷ রবিবার তাঁর নাম ঘোষণা করা হয়৷ আর লড়াইয়ের ময়দানে নেমে তাই সেই অসন্তোষের বাতাবরণ সরিয়ে দিতে চাইছেন শ্বেতা৷ বিদেশে পড়াশোনা করে আসা এই যুবতী নিজস্ব ঢঙেই প্রচার শুরু করেছেন৷ 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর