৩০ ডিসেম্বর, ২০১৭ ০৮:৫৮

কন্যা সন্তানের জন্ম দিলেই লাখ টাকা!

অনলাইন ডেস্ক

কন্যা সন্তানের জন্ম দিলেই লাখ টাকা!

ভারতের অনেক জায়গায় এখনো কন্যা সন্তানকে পরিবারের বোঝা হিসেবে গন্য করা হয়। কন্যা সন্তানের ভ্রুণ হত্যা করায় দেশটিতে নারী-পুরুষের অনুপাতেও ব্যবধান বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন একটি উদ্যোগ নেয়া হয়েছে ভারতের কর্নাটক রাজ্যে। নতুন বছরে রাজ্য কর্তৃপক্ষ কন্যা সন্তানের জন্মকে উদযাপন করবে।

৩১ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারির প্রথম প্রহরে প্রথম যে কন্যা সন্তানটি জন্ম নেবে তার উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত ব্যয় বহন করা হবে। এ জন্য ওই কন্যা ও  কর্নাটকের ব্রুহাট ব্যাঙ্গালুরু মহানাগারা পালিকের কমিশনারের যৌথ ব্যাংক অ্যাকাউন্টে মোট পাঁচ লাখ রুপি রাখা হবে। সেখান থেকে যে মুনাফা আসবে তা দিয়েই ওই শিশুটির সব খরচ বহন করা হবে। সূত্র : এনডিটিভি

বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর