২০ জানুয়ারি, ২০১৮ ১৩:৩৩

শক্ত কথা ও অর্থ দিয়েই রোহিঙ্গাদের রক্ষা করা যাবে না!

অনলাইন ডেস্ক

শক্ত কথা ও অর্থ দিয়েই রোহিঙ্গাদের রক্ষা করা যাবে না!

কানাডার গ্লোব অ্যান্ড মেইল নামক একটি সাইটে শুক্রবার হিউম্যান রাইটস ওয়াচের কানাডা বিষয়ক পরিচালক ফরিদা ডায়িফের একটি মতামত প্রকাশিত হয়েছে। রোহিঙ্গাদের রক্ষার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডোকে উদ্দেশ্যে ওই মতামত লেখা হয়। যার শিরোনাম ছিল, 'জনাব ট্রুডো, শক্ত কথা ও অর্থ রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে না-এখনই কানাডাকে পদক্ষেপ নিতে হবে'।

রোহিঙ্গা সংকট শুরুর থেকেই বাংলাদেশের পাশে আছে কানাডা। তারা রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য যেমন দিয়েছেন তেমনি মিয়ানমার সরকারেরও কড়া সমালোচনা করেছেন।

ফরিদা ডায়িফ বলেন, কানাডাকে এখনই কড়া বার্তা পাঠাতে হবে যে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এটি রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিতে প্রস্তুত। কানাডার সরকারের উচিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বন্ধেও পদক্ষেপ নেয়া। কারণ রাখাইন রাজ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থাকেই প্রবেশাধিকার দেয়া হয়নি। সেখানে ফেরত আসা রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। 

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর