১১ মার্চ, ২০১৮ ১৫:০২

ইন্দোনেশিয়ায় নৌকাডুবে প্রাণহানি ২, তল্লাশি অব্যাহত

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় নৌকাডুবে প্রাণহানি ২, তল্লাশি অব্যাহত

ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বহনকরা নৌকা ডুবে দুইজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। জাভার পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা দুইটি মৃতদেহ উদ্ধার করেছে, নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে তারা।

এ ব্যাপারে জোহার সাত্রিয় নামে একজন উদ্ধারকর্মী বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে জানিয়েছেন ‘আজ রবিবার নিখোঁজদের সন্ধানে তল্লাশী অব্যাহত রাখা হবে।’ খবর সিনহুয়ার। তিনি আরও জানান, বাতাসের গতি লক্ষ্য করে উদ্ধারকর্মীরা পূর্বাঞ্চলে চিরুনি অভিযান চালায়।

পুলিশ, সৈন্য ও নাবিকদের সমন্বয়ে উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। 

এ ব্যাপারে আরও জানানো হয়, আবু হুরাইরা বোর্ডিং স্কুলের ২০ জন শিক্ষার্থীকে নিয়ে মোটর কোটা বারু নৌকাটি তানজুং গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলে মাদুরা এলাকার পুলাউ সেপেকানের কাছে এসে স্রোতের ধাক্কায় উল্টে যায়।

বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। 

বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর