১৪ মার্চ, ২০১৮ ১৪:০৩

কেন নোবেল পেলেন না হকিং?

অনলাইন ডেস্ক

কেন নোবেল পেলেন না হকিং?

বিজ্ঞানের সাধনায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন। আবিষ্কার করেছেন 'ব্ল্যাক হোলস আর মর্টাল' তথ্য, তবুও স্টিফেন হকিং পাননি নোবেলের মতো বিরল সম্মান।

নোবেল পুরস্কার না পাওয়ার কারণ
ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় দ্য সায়েন্স অব লিবার্টির লেখক টিমথি ফেরিস লিখেছিলেন, 'যদিও থিওরিটিক্যাল ফিজিক্সে এখন তার ব্ল্যাক হোলস আর মর্টাল থিওরি যথেষ্টই প্রতিষ্ঠিত, তবুও তার এই তত্ত্ব প্রমাণ করার কোনও উপায় ছিল না। যদি কোনওভাবে সেই তত্ত্ব প্রমাণ করা যেত তাহলে হয়তো তিনি নোবেল পেতেন। 

ফেরিস তার লেখায় আরও বলেন, এই তত্ত্ব প্রমাণ করা বর্তমানে প্রায় অসম্ভবই। তারার আকারের প্রথম ব্ল্যাক হোল বিস্ফোরণে এখনও কয়েক লাখ কোটি বছর বাকি রয়েছে।

প্রমাণের অভাবে ঠিক একই কারণে ১৯৬৪ সালে পিটার হিগস 'হিগস বোসন' তত্ত্বের জন্য নোবেল পাননি। দীর্ঘ ৪৯ বছর পরে 'CERN' এই তত্ত্বকে প্রমাণ করার পরই ২০১৩ সালে ফ্রাঁসোয়া এঙ্গলার্টের সাথে যৌথভাবে পিটার হিগস নোবেল পান। সূত্র: এই সময়

বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর