৭ মে, ২০১৮ ১৫:৩১
খবর কলকাতা টোয়েন্টিফোর'র

সীতাভোগ-মিহিদানা দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানাবে নজরুল বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

সীতাভোগ-মিহিদানা দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানাবে নজরুল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের যেমন পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই বিখ্যাত, তেমনই পশ্চিমবঙ্গের নজরকাড়া মিষ্টান্ন হল সীতাভোগ-মিহিদানা৷ আর বর্ধমানের বিখ্যাত এই দুই বিশেষ মিষ্টি উপহার দিয়েই ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাগত জানাতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী জানিয়েছেন, সীতাভোগ-মিহিদানা বর্ধমানের গৌরব৷ বাংলার গরিমা৷ বাঙালি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত হচ্ছি৷ অভ্যর্থনা কমিটির সঙ্গে আরও কয়েকটি ব্যাপারে আলোচনা চলছে৷

২৬ মে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান৷ সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবে নবগঠিত পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়৷

উল্লেখ্য আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ সফর করবেন৷ এসময় তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকবেন৷ 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর