৮ মে, ২০১৮ ১৯:৩৩
খবর এবিপি আনন্দের

ধর্ষণ নিয়ে ভারতীয় বুদ্ধিজীবীদের এক হাত নিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

ধর্ষণ নিয়ে ভারতীয় বুদ্ধিজীবীদের এক হাত নিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী

সাম্প্রতিক সময়ে ভারতে ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে দেশটির রাজনৈতিক দলের অনেক নেতা-মন্ত্রী থেকে শুরু করে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা নারীদের পোশাককে দায়ী করে আসছিলেন। এবার সমাজের বুদ্ধিজীবীদেরই সেই অভিযোগের জবাব দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। 

সম্প্রতি দিল্লিতে এফআইসিসিআইয়ের আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, নারীদের ওপর যৌন নির্যাতন বৃদ্ধির পিছনে কোনোভাবেই দায়ী নয় তাদের পোশাক। এটা একেবারেই হাস্যকর দাবি। যদি নারীদের পোশাক ধর্ষণের কারণ হতো, তাহলে বৃদ্ধা বা ছোট শিশুরা ধর্ষণের শিকার হতো না। ইদানিংকালে শিশুদের ওপর যৌন নির্যাতনের হার সবচেয়ে বেড়ে গেছে।

নারীদের ওপর সহিংসতা ঠেকাতে দেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে আরও তৎপর হওয়ারও আহ্বান জানান ভারতের এই মন্ত্রী।

বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর