৩০ মে, ২০১৮ ১৪:৫৭

ইউক্রেনে বিখ্যাত রুশ সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

ইউক্রেনে বিখ্যাত রুশ সাংবাদিককে গুলি করে হত্যা

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিখ্যাত রুশ সাংবাদিক আরকাদি বাবচেনকোকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আরকাদি বাবচেনকো সিরিয়া ও ইউক্রেনে রুশ নীতির কড়া সমালোচক ছিলেন। ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্ম জানায়, নিজ বাড়িতেই পেছন থেকে গুলি করা হয় ৪১ বছর বয়সী সেই সাংবাদিককে। তার বন্ধু ও ইউক্রেনের টিভি চ্যানেল এটিআর এর ডেপুটি জেনারেল আইদের মুঝদাবায়েভ বলেন, অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ ঘটনায় ইউক্রেনকে দোষারোপ করে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, 'ইউক্রেনে মিডিয়া কর্মীদের ওপর শারিরীক সহিংসতা ও খুনের সংখ্যা ক্রমাগত হারে বাড়ছে। তদন্ত করেও দোষীদের শাস্তি দেয়া হয় না।' সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর