১৫ জুলাই, ২০১৮ ১৬:৪১

প্রিন্স জর্জকে হত্যার পরিকল্পনাকারী আইএস সমর্থককে ২৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রিন্স জর্জকে হত্যার পরিকল্পনাকারী আইএস সমর্থককে ২৫ বছরের কারাদণ্ড

ব্রিটিশ রাজসিংহাসনের ভবিষ্যত রাজপুত্র প্রিন্স জর্জকে হত্যার পরিকল্পনার অভিযোগে হোসাইন রশিদ নামের একজনকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ডেইলি মেইল বলছে, সে জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) একজন সমর্থক। 

খবরে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও হামলায় উৎসাহী করার অভিযোগে শনিবার লন্ডনের উলউইস ক্রাউন কোর্ট এ আদেশ দেন।

৩২ বছর হোসাইন রশিদের বিরুদ্ধে অভিযোগ, ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের সন্তান এবং ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স জর্জকে হত্যার পরিকল্পনায় জড়িত ছিলেন। গত বছরের ১৩ অক্টোবর একটি টেলিগ্রাম চ্যাট গ্রুপে প্রিন্স জর্জকে হত্যার টার্গেট করতে সমর্থকেদের আহ্বান জানান তিনি।

সে সময় ওই মেসেজিং সার্ভিসে স্কুলের সামনে প্রিন্স জর্জের ছবির ওপর ডানপাশে মুখোশ পরা দুই জিহাদির মুখ বসিয়ে একটি ছবি প্রকাশ করে রশিদ। এরপর লেখেন, “এমনকি রাজপরিবার বাদ যাবে না। স্কুল সকাল সকাল শুরু হল।”


বিডি-প্রতিদিন/১৫ জুলাই, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর