শিরোনাম
২১ জুলাই, ২০১৮ ১১:২৯

পাকিস্তানের সাধারণ নির্বাচনে থাকবে ৩৭১০০০ সেনা, বিচারিক ক্ষমতা প্রদান

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাধারণ নির্বাচনে থাকবে ৩৭১০০০ সেনা, বিচারিক ক্ষমতা প্রদান

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে নির্বাচন কেন্দ্রগুলোতে প্রায় ৩ লাখ ৭১ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু মোতায়েন করাই হচ্ছে না, একই সঙ্গে তাদের দেয়া হচ্ছে ব্যাপক বিচারিক ক্ষমতা। যা নিয়ে পাকিস্তানের রাজনৈতিক ও মানবাধিকা বিষয়ক গ্রুপগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। খবর রয়টার্সের।

নির্বাচনে মূলত দু'দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এর মধ্যে একদিকে রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। অন্যদিকে, কারাগারে থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। আলোচনায় রয়েছে পাকিস্তানের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টিও (পিপিপি)। রাজনৈতিক দলগুলোর উদ্বেগের কারণ, ইমরানের মুখে সেনাবাহিনীকে নিয়ে প্রশংসা করতে শোনা গেছে। আর নওয়াজ শরীফ অভিযোগ করেছেন, পাকিস্তানি সেনাবাহিনী ইমরান খানের হয়ে কাজ করছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এটা অস্বীকার করা হয়েছে।

আলোচনার বিষয়ে চলে আসছে সেনাদের সংখ্যা নিয়েও। নির্বাচন কমিশন বলছে, এবার দেশজুড়ে ৩ লাখ ৭১ হাজার সেনাবাহিনী মোতায়েন করা হবে। যা ২০১৩ সালের জাতীয় নির্বাচনের চেয়ে তিন গুণ।

চলতি মাসে এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীকে ম্যাজিট্রেট ক্ষমতা দেওয়ার কথা জানায় পাকিস্তানের নির্বাচন কমিশন। ফলে সেনাবাহিনী নির্বাচন চলাকালীন যেকোনো অকাঙ্ক্ষিত ঘটনায় বিচার ও দণ্ড দিতে পারবে।

এদিকে, সেনাবাহিনী এমন ক্ষমতার অব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু রাজনৈতিক দল তাদের ব্যবহার সীমিত করার দাবি জানিয়েছে। ক্ষমতার অব্যবহার করতে পারে এমন প্রসঙ্গে নির্বাচন কমিশনের মুখপাত্র আলতাফ খান বলেছেন, না, এটা সম্ভব নয়...। তারা আমাদের নিজের মানুষ।

বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর