২৭ জুলাই, ২০১৮ ২২:০০

ওয়াশিংটন পোস্টে টিএসসি'র সেই বৃষ্টিভেজা ছবির খবর

অনলাইন ডেস্ক

ওয়াশিংটন পোস্টে টিএসসি'র সেই বৃষ্টিভেজা ছবির খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বৃষ্টিভেজা যুগলের সেই ছবি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট। 

শুক্রবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিভেজা যুগলের চুম্বনদৃশ্য নিয়ে বাংলাদেশে সমালোচনার ঝড় উঠে। তবে ছবিটি নিয়ে অনেকেই আবার ইতিবাচক প্রতিক্রিয়াও দেখিয়েছেন। পরবর্তীতে ওই ফটো সাংবাদিক মারধরের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

গত সোমবার ফটো সাংবাদিক জীবন আহমেদের তোলা যুগলের সেই ছবি নিয়ে আলোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। সমালোচনাও কম হয়নি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল হওয়া ছবি এটি। এ ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার জীবন আহমেদ। সোমবার বিকালে জীবন আহমেদ তার ফেসবুক আইডিতে প্রেমিক-যুগলের এ ছবিটি পোস্ট দেন। সঙ্গে ক্যাপশন দেন : 'বর্ষামঙ্গল কাব্য, ভালোবাসা হোক উন্মুক্ত'। দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ভাইরাল। সেই আলোচনা আর সমালোচনার পর ছবি তোলার অপরাধে জীবন আহমেদ মারধরের শিকার হন বলে অভিযোগ উঠে। 

বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর