১৭ মার্চ, ২০১৯ ১৬:১৫

বর্ণাঢ্য আয়োজনে রূপগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে রূপগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

'সাফল্যের দশ দিগন্তে' স্লোগান নিয়ে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষে পর্দাপণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তারাব পৌর সভার সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

কলামিস্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী(বীর প্রতীক)।  

বিশেষ অতিথি ছিলেন তারাব পৌর সভার মেয়র মিসেস হাছিনা গাজী। এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর সভার নির্বাহী প্রধান নজরুল ইসলাম, রূপগঞ্জ প্রেস ক্লাবের জৈষ্ঠ্য সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সাংবাদিক শফিকুল আলম মামুন, আশিকুর রহমান হান্নান, রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, এস এম শাহাদাত, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, মঞ্জুরুল কবির বাবু, নজরুল ইসলাম লিখন, সাংবাদিক সাইফুল ইসলাম, ইমদাদুল হক দুলাল, এস এম রুবেল মাহমুদ, আল-আমিন মিন্টু, রুবেল সিকদার, শাহেল মাহমুদ, জায়েদ খন্দকার, ফয়সাল হোসেন, শরীফ হোসেন, এস এম নূরে আলম, জিন্নাত আলী, মাসুদ পারভেজ, সুজন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অনেক। তবে এ ক্ষেত্রে সাংবাদিকদের সততা থাকতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বাংলাদেশ প্রতিদিন দেশের সবচেয়ে বেশি প্রচারিত দৈনিক। হাতে-হাতে এ পত্রিকাটি দেখা যায়। কর্তৃপক্ষের সাধনার কারণে এমনটি সম্ভব। এতো অল্প সময়ে শীর্ষে যেতে পারেনি কোন পত্রিকা। তিনি পত্রিকাটির ভবিষ্যৎ বৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর