১৬ মার্চ, ২০১৮ ২০:৪০

সুনামগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন

সুনামগঞ্জে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নবম বর্ষে পদার্পণ আনন্দঘন পরিবেশে উদাপন করা হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তানে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন শ্রেণি পেশার সূধীজন বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান।

এ সময় তারা বলেন, প্রকাশনা শুরুর পর থেকে নিরপেক্ষতা ও বস্তুনিষ্টতা রেখে সংবাদ পরিবেশন করার কারণে বাংলাদেশ প্রতিদিন সাফল্যের শীর্ষে অবস্থান করছে। এটি এখন দেশের সবচেয়ে পাঠকপ্রিয় পত্রিকা। তাই দেশ ও সমাজের কাছে পত্রিকাটির দায়বদ্ধতাও বেশি। সাফল্যের এই অবস্থান ধরে রেখে বাংলাদেশ প্রতিদিনি নিরন্তর গণমানুষের পক্ষে কথা বলবে, এমন প্রত্যাশা সূধীজনের।  

বর্ষপূতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, সুজনের জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরু, সুনামগঞ্জে চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক, দৈনিক সুনাম কণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সিনিয়র সাংবাদিক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাড. চাঁন মিয়া, নজরুল ইসলাম শেফু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকার দাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ চেম্বারের পরিচালক জিএম তাশহিজ, দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, মানবাধিকার কর্মী নূরুল হাসান আতাহার, সাংবাদিক শাহজাহান চৌধুরী, একেএম মহিম, এমরানুল হক চৌধুরী, শাহবুদ্দিন আহমেদ, মাহমুদুর রহমান তারেক, জাকির হোসেন, আমিনুল ইসলাম, আমিনুল হক, বিশ্বজিৎ সেন পাপন, মাসুক মিয়া, রেজউল করিম, আশিক পীর, শহীদনূর আহমেদ,  মুশাহিদ রাহাত,  তরিকুল ইসলাম  প্রমুখ।     
বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর