ঢাকার ধামরাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বসুন্ধরা শুভসংঘ ধামরাই উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এসময় বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে সংগঠনটির সদস্যরা।
বৃক্ষরোপণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য, শুভ কাজ করা। এ কারণে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছি।
বিডি প্রতিদিন/আরাফাত