দেশের যেকোনো দুর্যোগে আমরা বসুন্ধরা শুভসংঘসহ নরসিংদীর সব স্বেচ্ছাসেবী মিলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তবে দুর্যোগ-পরবর্তী সময়ে আমরা কাজ করি সবচেয়ে বেশি।
সিলেটের ভয়াবহ বন্যা-পরবর্তী সময়ে আমরা কোম্পানীগঞ্জে দিনব্যাপী আয়োজনে অনেকগুলো ঘর মেরামত থেকে শুরু করে চিকিৎসা ও খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।
এবার ফেনীতে বন্যা-পরবর্তী সময়ে আমরা বেশ কয়েকটি ঘর মেরামত করেছি, যার মধ্যে বসুন্ধরা শুভসংঘ থেকে একটি বড় ঘর মেরামত করে দেওয়া হয়েছে, যেখানে তিনটি পরিবার থাকে। স্থানীয় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা আমাদের সার্বিক সহায়তা করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ