ময়মনসিংহে বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান পালন করা হয়।
বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ। উদ্বোধক ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আফছার।
বক্তব্য রাখেন কলেজ শিক্ষক মো. আতিকুর রহমান, মো. আমিনুল ইসলাম, কালের কণ্ঠের ময়মনসিংহের সাংবাদিক নিয়ামুল কবীর সজল, শিক্ষার্থী উপদেষ্টা জোনায়েদ আহমেদ তন্ময় ও হাফিজা আক্তার অনি।
আরও বক্তব্য রাখেন ঘাসফুলের সভাপতি আব্দুল্লাহেল কাফি, ডিবেটিং ক্লাবের সভাপতি তানজিল আহামেদ, শুভসংঘের পূজা চক্রবর্তী লাবণ্য, সানাউল হক স্বাধীন, নাজমুল হক টিটু ও আশা মণি। সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন।
অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ বলেন, শুভসংঘের শুভ কাজে আমরা পাশে আছি। শুভসংঘ কলেজে অনেক ভালো কাজ করছে। তিনি শুভসংঘের সদস্যদের প্রশংসা করে বলেন, শুভসংঘের সকল ভালো কাজে কলেজ কর্তৃপক্ষ পাশে থাকবে।
কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আফছার বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হয়ে উঠতে হবে। এজন্য শিক্ষার্থীদের শুভসংঘের মতো মানবিক সংগঠনগুলোতে যুক্ত হতে হবে।
অনুষ্ঠানে আগামী ১ বছরের জন্য বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ নাফিউল হাসান মুবিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পূজা চক্রবর্তী লাবণ্য।
বিডি প্রতিদিন/এমআই