বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আজ ১৫ আগস্ট

আজ ১৫ আগস্ট— জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে আমরা হারিয়েছি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু বঙ্গবন্ধুই নন, সেদিন নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাঁর পরিবারের অন্য সদস্যদেরও। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয় ষড়যন্ত্র এবং চক্রান্তের রাজনীতি। বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭২ সালের ১০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে তা আরও বাড়তে থাকে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন নিয়ে বার বার বাধার মুখে পড়েন বঙ্গবন্ধু। এই প্রক্রিয়ায় নিষ্ঠুর ও নৃশংসভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয় তাঁকে। বিশ্বের বুকে ‘বাংলাদেশ’ শব্দটি যিনি সৃষ্টি করেছেন, তাঁকেই বাঁচতে দিল না দেশি-বিদেশি চক্রান্তকারীরা। সেই শোকের দিন স্মরণে আমাদের এ বিশেষ আয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর