বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘পয়েট অব পলিটিক্স’

‘পয়েট অব পলিটিক্স’

বঙ্গবন্ধুকে নিয়ে প্রচ্ছদ খবর প্রকাশ করে টাইম ম্যাগাজিন

ব্যক্তিত্বে ও নেতৃত্বে বঙ্গবন্ধু বিশ্ব মিডিয়ার নজর কেড়েছিলেন। আন্তর্জাতিক মিডিয়ায় তাঁকে তুলে ধরা হয়েছে ‘মহান নেতা’ ও ‘অসামান্য ব্যক্তিত্ব’ শিরোনামে। ২৫ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার পর পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হন শেখ মুজিবুর রহমান। এ ঘটনার পর নিউজ উইক ম্যাগাজিন তাদের প্রচ্ছদে বঙ্গবন্ধুকে ‘পয়েট অব পলিটিক্স’ আখ্যায়িত করে নিবন্ধ প্রকাশ করে। ফিন্যান্সিয়াল টাইমস ১৯৭৫ সালে তাঁকে নিয়ে লিখে— বঙ্গবন্ধু না থাকলে কখনোই বাংলাদেশ স্বাধীন হতো না। বিখ্যাত টাইম ম্যাগাজিন প্রচ্ছদে বঙ্গবন্ধুকে নিয়ে শিরোনাম করে— ‘বাংলাদেশ : ফ্রম জেইল টু পাওয়ার’। ১৯৮২ সালের ৫ এপ্রিল তাদের একটি সংখ্যায় উল্লেখ করে, ‘স্বাধীন বাংলাদেশের প্রথম দশ বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের আমল ছিল সর্বপ্রথম এবং দীর্ঘ গণতান্ত্রিক আমল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা সংগ্রামের নায়ক ও প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ মুজিবকে হত্যার পর হঠাৎ গণতান্ত্রিক শাসনের অবসান ঘটে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর