২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১৩

বইমেলায় পাওয়া যাচ্ছে স্বপ্নিলের ‘জার্সি নম্বর ৯৬’

অনলাইন ডেস্ক

বইমেলায় পাওয়া যাচ্ছে স্বপ্নিলের ‘জার্সি নম্বর ৯৬’

জীবনের একটি বিশাল অংশ জুড়েই আছে ক্রিকেট। বলা যায়, বুঝতে শেখার পর থেকেই ক্রিকেটের সঙ্গে সখ্যতা শুরু। সেই ক্রিকেটের সঙ্গেই দানা বেধেছে প্রথম প্রেম। ছোটবেলার একটি স্বপ্ন ছিলো ক্রিকেটার হবেন। ক্রিকেটটা খুব যে খারাপ খেলতেন তাও কিন্তু না। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি! তাই ক্রিকেটার হয়ে উঠা হয়নি।

ভালোবাসা ঠিক আগের মতোই আছে। তাইতো লিখেছেন সাবেক ক্রিকেটার রানাকে নিয়ে একটি বই। বইটির নাম মানজারুল ইসলাম রানা: জার্সি নম্বর ৯৬। এটিই স্বপ্নিল চৌধুরীর প্রথম বই। প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। পাওয়া যাবে ৩৮৮-৩৮৯ নম্বার স্টলে।  

স্বপ্লিলের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আমতলী গ্রামের সাহেব বাড়িতে। দুই ভাই আর বাবা-মাকে নিয়ে ছোট্ট সংসার। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) এমবিএ পড়ছেন স্বপ্নিল। ক্রিকেট, নাটক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কর্মকাণ্ড দিয়েও ক্যাম্পাসে আলো ছড়িয়েছেন তিনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর