শিরোনাম
১৪ জানুয়ারি, ২০১৯ ১১:২৬

মিরাজকে জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি ভাবছেন মাশরাফি

অনলাইন ডেস্ক

মিরাজকে জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি ভাবছেন মাশরাফি

ফাইল ছবি

বিপিএলের চলতি আসরে রাজশাহী কিংস'র কাছে হেরে গেলেও জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের প্রশংসা করেছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবেই মিরাজকেই ভাবছেন তিনি। 

মাশরাফি বলেন, 'শুধু আন্তর্জাতিক ম্যাচের ক্যাপ্টেন্সি না, লিডারশিপটাও যত তাড়াতাড়ি নিতে পারবে তা ওর জন্যই ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অবশ্যই খুবই ইতিবাচক দিক যে ও এসব ম্যাচে ক্যাপ্টেন্সি করছে।'

এদিকে, রাজশাহীর বিপক্ষে জিততে জিততেও হারতে হয়েছে তাদের। এই হার থেকেই অনুপ্রেরণা খুঁজছেন রংপুর অধিনায়ক। ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চাইলে সিলেটে আরো কঠোর পরিশ্রমের ইঙ্গিত দিলেন তিনি। বোলারদের সঙ্গে ব্যাটসম্যানদেরও দায়িত্ব নেয়ার পরামর্শ তার।

ম্যাশ বলেন, 'যে ওয়েতে আমরা ম্যাচ হেরেছি তাতে যেকোনো দিকে নিলেই সেটা এক্সকিউজ হয়ে যাবে। গত বছরেও আমরা এভাবে এভাবেই গিয়েছি। এখন যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো আমাদের মানসিকভাবে খুবই শক্তিশালী হতে হবে। বোলাররা সবাই ভালো করছে। অতএব এক্ষেত্রে ব্যাটসম্যানদের স্টেপআপ করতে হবে।'  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

সর্বশেষ খবর