১৫ জানুয়ারি, ২০১৯ ০৮:৫৬

সিলেট পর্বে নেই নাসির

অনলাইন ডেস্ক

সিলেট পর্বে নেই নাসির

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নাসির হোসেনের জন্য লাইমলাইটে ফেরার অন্যতম উপায় ছিলো। কিন্তু তাতেও ব্যর্থ হয়েছেন তিনি। রবিবার নিজেদের হোম ভেন্যুতে পৌঁছেছে সিলেট সিক্সার্স। সোমবার সকালে অনুশীলনও করে দলটি। দলের প্রায় সকল সদস্য অনুশীলনে থাকলেও নাসির হোসেনকে দেখা যায়নি। সরাসরি বললে, সিলেট সিক্সার্সের সঙ্গে সিলেটে যাওয়া হলো না এই অলরাউন্ডারের।

টিম ম্যানেজমেন্টের দাবী, যেতে রাজি হননি নাসির। তখন থেকেই প্রশ্ন ওঠে নাসির কোথায়? শেষ পর্যন্ত দলের সঙ্গে অনুশীলনে না থাকার কারণ হিসেবে সিলেট সিক্সার্স দলের মিডিয়া ম্যানেজারের তামজিদ হোসেন জানান, দলের সঙ্গে সিলেটেই আসেননি নাসির হোসেন। 

জানা যায়, গত দুই ম্যাচে আশানুরূপ খেলতে না পারায় নাসিরকে সিলেট পর্বের জন্য খেলার বাইরে রাখা হয়েছে। এই ব্যাপারে নাসিরকে বলা হলে সে ও না করেননি। টিম ম্যানেজমেন্ট ও নাসিরের ভাবনা, সাইড বেঞ্চে বসে থেকে হতাশ হবার চেয়ে ঢাকায় থেকে যাওয়াটা ভালো। 

সিলেট পর্বে সিক্সার্সরা চারটি ম্যাচ খেলবে। সিলেট থেকে ঢাকায় ফেরার পর আবারও দলের সঙ্গে যোগ দেবেন নাসির।

উল্লেখ্য, চলতি আসরের ঢাকার প্রথম পর্বে ৩টি ম্যাচ খেলেছে সিলেট। এর মধ্যে একটিতে একাদশে ছিলেন না আগের আসরের সিলেট অধিনায়ক নাসির। বাকি দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর