১৫ জানুয়ারি, ২০১৯ ১১:২৬

বিপিএল সিলেটে, থাকছে না ‘স্পাই ক্যাম’

সিলেট ব্যুরো

বিপিএল সিলেটে, থাকছে না ‘স্পাই ক্যাম’

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের সরাসরি সম্প্রচারকে আকর্ষণীয় করতে নতুন কিছু প্রযুক্তি যোগ করেছে বিসিবি। এর মধ্যে আছে স্পাইডার ক্যামেরা, ড্রোন ক্যামেরা, ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

ঢাকায় বিপিএলের শুরুতে এসব প্রযুক্তির ব্যবহার দেখেছেন টেলিভিশনের দর্শকরা। এবার বিপিএল এসেছে সিলেটে। আজ থেকে শুরু হচ্ছে সিলেট পর্ব। কিন্তু সিলেটের মাঠে থাকছে না স্পাইডার ক্যামেরার ব্যবহার।

বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল জানিয়েছেন, ব্যবহারের সুযোগ না থাকায় স্পাইডার ক্যামেরা সিলেটে থাকছে না। তবে ড্রোন ক্যামেরা থাকতে পারে।

অবশ্য সিলেটে ড্রোন ক্যামেরা ব্যবহার হবে কিনা, তাও পুরোপুরি নিশ্চিত নয়। বিষয়টি সংশ্লিষ্টদের অনুমতির ওপর নির্ভর করছে। অনুমতি পাওয়া গেলে তবেই ড্রোন ক্যামেরা দেখা যাবে সিলেটের মাঠে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর