১৬ জানুয়ারি, ২০১৯ ০৯:৪৬

সিলেটে উভয় ম্যাচেই জিততে চাই: হাওয়েল

অনলাইন ডেস্ক

সিলেটে উভয় ম্যাচেই জিততে চাই: হাওয়েল

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে পাঁচ ম্যাচের মধ্যে তিন হার নিয়ে চ্যালেঞ্জের মুখেই পড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে প্লে-অফ নিশ্চিত করার জন্য এখনো যথেষ্ট সময় আছে। সামনে বাকি আছে আরও সাতটি ম্যাচ। আজ ষষ্ঠ ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স। ঢাকায় বিপিএলের প্রথম ফেসে মাত্র দুই ম্যাচে জিতেছে রাইডার্স। তবে বাকি তিন ম্যাচেই তারা জয়ের মতো অবস্থায় ছিল। কিন্তু একটুখানি ভুলের জন্য শেষ মুহূর্তে হেরে যায়। 

তারকা সমৃদ্ধ দল নিয়ে এবার সিলেট পর্বে ভালো কিছু চায় মাশরাফি বিন মর্তুজার দলটি। সিলেটে দুটি ম্যাচেই স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলবে রংপুর। আর ওই উভয় ম্যাচেই জিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রংপুরের তারকা খেলোয়াড় বেনি হাওয়েলের।

তিনি বলেন, ‘সব কিছু ঠিক আছে। এটা কেবল শুরু। আমাদের এখনো ছয় থেকে সাতটি খেলা বাকি রয়েছে। জয়ের কাছাকাছি থাকা ম্যাচে হারাটা আদর্শ নয়। তবে আবারো এ ধরনের পরিস্থিতি সামাল দিতে এটা আমাদের উপকৃত করবে।’

হাওয়েল আরও বলেন, ‘আমি মনে করি কিছু করতে চাইলে আপনাকে চালাক হতে হবে। আপনাকে অন্যদের ব্যাটিং বিশ্লেষণ করতে হবে এবং শক্তি ও দুর্বলতার জায়গা খুঁজে বের করতে হবে। এরপর প্রতিপক্ষের দুর্বল জায়গায় যথা সম্ভব আঘাত হানতে হবে।’

রংপুরের এ বিদেশি তারকা বলেন, ‘এখানে দুটি খেলাই সিলেটের বিপক্ষে। আমরা উভয় ম্যাচেই জিততে চাইবো। আর সেটা সম্ভব হলে আমাদের অবস্থান ভালো হবে।’

শেষ দুই ম্যাচে লড়াই করে হারলেও দলীয় অধিনায়কের নেতৃত্ব নিয়ে প্রশ্ন নেই হাওয়েলের। মাশরাফির নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি মনে করি সে একজন প্রকৃত নেতা। সবাই তাকে অনুসরণ করে। সে দারুণভাবে দলকে চালিয়ে নিচ্ছেন। সবাই ভালোই সাহায্য করে যাচ্ছেন। দলের খেলোয়াড়দের ইতিবাচক রেখে পরের ম্যাচের জন্য সবাইকে প্রস্তুত রাখেন।’

চলমান আসরে বর্তমানে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে রংপুর।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর