১৮ জানুয়ারি, ২০১৯ ০৩:৫৯

ডি ভিলিয়ার্স সম্পর্কে যা বললেন রংপুর কোচ

অনলাইন ডেস্ক

ডি ভিলিয়ার্স সম্পর্কে যা বললেন রংপুর কোচ

ছবিঃ রোহিত রাজিব।

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাতাতে সিলেটে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার রংপুর রাইডার্সের হয়ে সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হবে টি-টোয়েন্টিতে বিধ্বংসী এই ব্যাটসম্যানের।

তবে ডি ভিলিয়ার্সের ওপর চাপ বাড়াতে চান না রংপুর রাইডার্সের কোচ টম মুডি। সিলেটে দলের অনুশীলনের পর মুডি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি এবি ডি ভিলিয়ার্স আমাদের দলের শক্তি আরও বাড়িয়ে দিল। কিন্তু আমাদেরকে দলগত পারফর্ম করতে হবে। আরও প্রতিভাবান ক্রিকেটার যারা আছে, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। একা কোন ক্রিকেটার বড় কোনো পরিবর্তন করতে পারে না। আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা খুশি যে আমরা বিশ্বসেরা একজন খেলোয়াড়কে পেয়েছি।’

প্রোটিয়া ক্রিকেটারের উপস্থিতি ড্রেসিংরুমে পরিবর্তন আনবে বলে বিশ্বাস মুডির। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি এবির উপস্থিতি বাড়তি শক্তি বাড়াবে। ওর উপস্থিতিতে অন্যরা চাঙ্গা হবে বলে বিশ্বাস করি। ড্রেসিংরুমে ওর উপস্থিতি দলের অন্যদের পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করবে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর