১৮ জানুয়ারি, ২০১৯ ১৪:০০

ঢাকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

অনলাইন ডেস্ক

ঢাকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের ১৯তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে শক্তিশালী ঢাকা ডায়নামাইটস। আজ শুক্রবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

এর আগে, প্রথম দেখায় ডেভিড ওয়ার্নারের সিলেটকে ৩২ রানে হারায় সাকিব আল হাসানের ঢাকা। 

এবারের বিপিএলে শুরু থেকে উড়তে থাকা ঢাকা ডায়নামাইটস পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিকে, সমান সংখ্যক ম্যাচে ২ জয়ের বিপরীতে সিলেট হেরেছে ৩টিতে। ফলে ৪ পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে ৬ষ্ঠ অবস্থানে আছে সিলেট।

ঢাকায় খেলা চার ম্যাচেই জেতে ডায়নামাইটস। তবে সিলেটের মাটিতে প্রথম ম্যাচেই হেরে বসে তারা। অপরদিকে শেষ ম্যাচে লিটন দাস ও ডেভিড ওয়ার্নারের ঝোড়ো ব্যাটিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারায় সিলেট। 

ঢাকা ডাইনামাইটসের একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), সুনীল নারাইন, রনি তালুকদার, কাইরন পোলার্ড, হজরতুল্লাহ জাজাই, আন্দ্রে রাসেল, রুবেল হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোহাম্মদ আসিফ হোসেন, মোহাম্মদ নাঈম, আলিস আল ইসলাম।

সিলেট সিক্সার্স একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, জাকের আলী, নিকোলাস পুরান, সাব্বির রহমান, আলক কাপালি, সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর